শিক্ষককে গলাকেটে হত্যা ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ : ফ্রান্সের প্রেসিডেন্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ফ্রান্সে এক শিক্ষককে গলাকেটে হত্যার ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্যারিসের কনফ্লানস সানতে নোরিনে ছুরি দিয়ে এক শিক্ষকের গলাকেটে হত্যা করে হামলাকারী। আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় পরে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী। পুলিশ হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করেনি। পুলিশ জানায়, ছুরি হামলায় নিহত শিক্ষক তার ক্লাসে শিক্ষার্থীদের নবী মুহম্মদের ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন। সন্ত্রাসবিরোধী পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ম্যাক্রন। এসময় তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা শেখানোর কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে।