কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে ব্রাজিল
- আপডেট সময় : ০৬:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে মধ্যরাতে মাঠে নামবে ফেভারিট ব্রাজিল। এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইনজুরিমুক্ত নেইমারের মাঠে নামার পূর্বাভাস দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। কাতারের ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। এর আগে, রাত ৯টায় ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ এশিয়ার আরেক প্রতিনিধি জাপান।
স্বস্তির নি:শ্বাস। বুক থেকে যেন একটা পাথর নেমে গেলো ব্রাজিলের। একাদশে ফিরছেন নেইমার এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে ব্রাজিলের জন্য।
যে পালে হাওয়া দিয়েছে দানিলো সুস্থ হয়ে উঠা।
তবে অস্বস্তিও আছে জেসুস ও টেলেসের ইনজুরি তাদেরকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। সে তালিকায় আছেন অ্যালেক্স সান্দ্রো। যদিও এসব ভাবাচ্ছে না কোচ তিতেকে, কারণ সুস্থ হয়ে উঠেছেন তুরুপের তাস নেইমার।
আমাদের খেলোয়াড়রা সবাই ভালো ছন্দে আছে। গত ম্যাচে হারের ব্যাপারটা এখন মাথায় নিচ্ছি না আমরা। সামনে ম্যাচ নিয়েই আমরা প্রস্তুত হয়েছি। নেইমারও প্রশিক্ষণ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সে এই ম্যাচে খেলবে।
বিপরীতে আবারও চমক দেখানোর অপেক্ষায় দক্ষিণ কোরিয়া। শেস ম্যাচে পর্তুগালকে হারানোয় আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগার্স অব এশিয়া।
আত্মবিশ্বাসের রসদ আছে আরও। ২০১৬’র ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারানোর পর এখণ আরও পরিণত দক্ষিণ কোরিয়া। কিম ইয়াং গোয়ান ও হোয়াং হি চান সেদিন ঝলক দেখিয়েছেন, এবার অপেক্ষা সন হিয়ুং মিনের জন্য। টটেনহামের তারকা কি পারবেন ভিনসেন্ট আবুবকরের মত ব্রাজিলকে শোকে ভাসাতে? পাওলো বেন্তো কিন্তু চমক দেখানোর আশা ছাড়ছেন না।
দক্ষিণ কোরিয়ার হেড কোচ পাওলো বেন্তো বলেন- ব্রাজিল অনেক স্বয়ংসম্পূর্ণ একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি এটি একটি ভিন্ন ম্যাচ হবে। আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দিয়ে প্রতিযোগিতা করার। আমি দলকে নিয়ে আশাবাদী।
সবশেষ জুনে যে প্রীতি ম্যাচ খেলেছিল দুই দল, সেখানে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। আসরে দক্ষিণ কোরিয়া চমক দেখালেও এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সবশেষ টানা চার বিশ্বকাপে ফাইনালে উঠতে পারেনি, অথচ তারাই একমাত্র দল যারা খেলেছে সব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।