ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু
- আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। ঢাকা ও কক্সবাজারে শনাক্ত হয়েছে নতুন ধরন। স্বাস্থ্য অধিদফতর বলছে, আক্রান্ত রোগীকে দেরি করে হাসপাতালে নেয়ায় ভর্তির তিনদিনের মধ্যেই মারা যাচ্ছেন অনেকে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ২০ বছরের বেশি। রাজধানীর হাসপাতালে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি আসছে মিরপুর, উত্তরা, মুগদা ও যাত্রাবাড়ি এলাকা থেকে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।আর মৃত্যুর হার পুরুষের চেয়ে নারীর বেশি।
ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব। বৃহস্পতিবার সকাল অব্দি ২৪ ঘন্টায় ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৫১৭ জন।
সংবাদ সম্মেলনে দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির বলেন, ক্রমেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে।
ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতাল প্রস্তুত রাখার এবং বিস্তাররোধে সিটি কপোর্রেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪২৫ জন। এ সময় মারা গেছে ২০ জন বলেও জানান ড. আহমেদুল কবীর।