সুনামগঞ্জ ও সিলেট জেলায় ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে
- আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গত মাসে বন্যা পরিস্থিতিতে তীব্র দুর্ভোগের রেশ কাটতে না কাটতেই সুনামগঞ্জ ও সিলেট জেলায় ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী বর্ষণে সৃষ্ট ঢলে সিলেট ও সুনামগঞ্জের বহু এলাকা তলিয়ে গেছে পানিতে।
গতকাল পর্যন্ত দুই জেলার ১২ উপজেলার অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক রাস্তাঘাট ডুবে যান চলাচল বন্ধ। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলেরও। ডুবে গেছে বহু গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান। সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর অভিজাত এলাকা উপ-শহর, কাজীরবাজারসহ নদী তীরবর্তী এলাকায় আবারও পানি ঢুকতে শুরু করেছে। বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি প্রবেশ করেছে। পাইকারি বাজার কালিঘাট ও মহাপট্টিতে নদী তীরবর্তী ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে পানিতে। প্লাবিত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের তিন শতাধিক গ্রাম। জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, পানিবন্দি মানুষের জন্য ৪৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিতদের সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে ২৯৮ টন চাল।