ফেনীতে ফোমের দোকানে অগ্নিকান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ফেনী শহরের সওদাগর টাওয়ার মার্কেটের ৪তলার একটি ফোমের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে, অনেক দোকান বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট করতে হয় অগ্নিনির্বাপন কর্মীদের। দোকানের শাটার কেটে কাজ করতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদেরকে। এছাড়া শহরের কোথাও পানি না থাকায় আগুন নেভাতে ভীষণ কষ্ট পোহাতে হচ্ছে কর্মীদের। ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, এখন পর্যন্ত ১২ টি দোকান ক্ষতিগ্রস্ত । ক্ষয়ক্ষতির পরিমাণ সাময়িকভাবে এক কোটি টাকার মত ধারণা করা হচ্ছে।