৭ম সেরা রাঁধুনী ১৪২৯-এর রেজিস্ট্রেশন শুরু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
 - / ১৬৮৪ বার পড়া হয়েছে
 
রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা– এই স্লোগানে শুরু হয়েছে ৭ম সেরা রাঁধুনী ১৪২৯-এর রেজিস্ট্রেশন। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
সকালে হোটেল সোনারগাঁওয়ে সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, এবার সেরা রাঁধুনীর আগের কয়েকটি আসরের চেয়ে ভিন্নতা ও নতুনত্ব থাকছে। ১৮ বছরের বেশি যেকোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের ৮টি অঞ্চলে অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ড। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কয়ার ফুড বেভারেজের বিপনন বিভাগের প্রধান ইমজিয়াজ ফিরোজ, রন্ধন বিশেষজ্ঞ রহিমা রীতা এবং দিলারা হানিফ পূর্নিমাসহ উর্ধতন কর্মকর্তারা।
																			
																		














