৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
- আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় আলাদা মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার রামপুরায় ভেজাল মদ ও তৈরীর উপকরণসহ কারখানায় অভিযান চালিয়ে মালিকসহ ৩ জনকে গ্রেফতার করে সংস্থাটি। সকালে প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পরিচালক রাশেদুজ্জামান।
ইথানলের সঙ্গে বিষাক্ত রং, আর নানা ধরনের ফ্লেভার দিয়ে তৈরি হয় নামী-দামি ব্যান্ডের এসব নকল মদ। যা তৈরির পর বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করা হয়। দেখে বোঝার উপায় নেই আসল না নকল। এ সব ভেজাল মদ সিন্ডিকেটের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরায় এমনি একটি ভেজাল মদ তৈরীর কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালিকসহ মদ তৈরীর বিভিন্ন উপকরণ জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে সংস্থাটি।
চক্রটি বাজারে নকল মদ সরবরাহ করে মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলছে বলেও জানান তিনি।
তিনি জানান, সর্বমোট ২৩ বোতল বিলাতি মদ, পরিমাণে ২১ লিটার এবং ইথানল ২০ লিটারসহ ৪১ লিটার পানিয় জব্দ করা হয়। এছাড়া অ্যালকোহল আমদানীতে ওয়্যারহাউজগুলোর শর্ত শিথিল করার কথাও জানান তিনি।
এদিকে, ঢাকার খিলক্ষেত ও ধানমন্ডি এলাকা আলাদা অভিযানে ২ শ গ্রাম আইস ও এক হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।























