৩টি মাছ ধরার ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
অবৈধভাবে জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ৩টি মাছ ধরার ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত। মঙ্গলবার দুপুরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে প্রায় ৩৬০ কেজি মাছ উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ওই তিনটি বাংলাদেশি ট্রলারকে মাঝ সমুদ্র থেকে আনা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। পরে, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দায়িত্বে দেওয়া হয় তাদের। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ভারতীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, ‘বঙ্গ ধ্বনি বদ্বীপ’- এর প্রায় ১০ থেকে ১৫ নটিক্যাল মাইল আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের ভেতরে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় তাদের আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানায়, ট্রলারে থাকা সবার বাড়ি চট্টগ্রাম এলাকায়।