২৬ জন বাংলাদেশী অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে লিবিয়ায় এক আসামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
২৬ জন বাংলাদেশী অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে লিবিয়া। দীর্ঘদিনের তদন্তে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পেয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। লিবিয়া অবজার্ভার এ তথ্য জানায়।
দেশটির অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করা, কর্মীদের ভয় দেখানো ও ক্ষতিসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকান নাগরিক। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হন।