২০২৪ সালের আগে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে না : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

- আপডেট সময় : ০৯:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আগামী দুই-তিন মাস নয়, ২০২৪ সালের আগে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সংলাপে এ কথা বলেন তিনি। তবে, গত দশকে দেশের অর্থনীতিতে অর্জিত মাইলফলক ধরে রাখতে প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ দেন ড. দেবপ্রিয়।
দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর পল্টনে নিজস্ব মিলনায়তনে সংলাপের আয়োজন করে ইআরএফ।
এতে অংশ নিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, ডলার সংকট নিরসণে সরকার সমন্বিত উদ্যোগ নিচ্ছে না।
গত এক দশকের উন্নয়নের চিত্র তুলে ধরে সিপিডির সম্মানীয় এ ফেলো জানান , উন্নয়নের সাথে বিচ্যুতি হয়েছে, মেগা প্রকল্পের আড়ালে অর্থের লুণ্ঠন হয়েছে।
দেশের জিডিপির অভিলাষকে সংযত করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখারও তাগিদ দেন এ অর্থনীতিবিদ।
তবে সহসা চলমান অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।