২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা না করলে আবাসন শিল্প ক্ষতির মুখে পড়বে : রিহ্যাব
- আপডেট সময় : ০৯:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা না করলে আবাসন শিল্প ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন… রিহ্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, ঘোষিত বাজেটের বাড়তি চাপ আবাসন খাতকে সংকটে ফেলবে। এতে করে এই খাত আরও ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে।
সোনারগাঁও হোটেলে ‘ঘোষিত জাতীয় বাজেট ২০২২-২৩ সম্পর্কিত রিহ্যাবের প্রতিক্রিয়া’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব।
দুপুরে সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, আবাসন খাতে প্রস্তাবিত বাজেটে যে বরাদ্দ রয়েছে তা পুর্নবিবেচনার দাবি তাদের।
এসময় অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার দাবিও জানান তিনি।
একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার রিফিন্যান্সিং তহবিল গঠনসহ নির্মাণসামগ্রীর মূল্য কমানোর দাবি জানায় সংগঠনটি।

























