২০২২ সালে করোনা মহামারি অবসানের আশাবাদ

- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
২০২২ সালে করোনা মহামারি অবসানের আশাবাদ ব্যক্ত করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। টিকা বৈষম্য কমিয়ে আনলে তা সম্ভব বলে নতুন বছরের শুভেচ্ছা বাণীতে উল্লেখ করেন ডাব্লিউএইচও প্রধান।
আধানম বলেছেন, মহামারির অবসান ঘটাতে যে সকল সরঞ্জাম প্রয়োজন, তা বিশ্বের কাছে আছে। আশাবাদের কথা বললেও সতর্কতার কথা উচ্চারণ করতে ভোলেননি ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, বৈষম্য যত দীর্ঘ হবে, মহামারি তত বিলম্বিত হবে। আফ্রিকায় এখনো প্রতি চার জনের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী করোনার টিকা পাননি। অথচ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাসিন্দারা বুস্টার ডোজ পাচ্ছেন। এই ব্যবধানের কারণে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের সুযোগ তৈরি করছে। এদিকে, মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে বিপদ বাড়াচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেয়া হয়েছে জরুরি পদক্ষেপ। বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন। বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৬২০ জন।