২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস আবারও বিপুল বিজয় পেয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বাংলার মেয়ে মমতা ব্যানার্জী আবার প্রমাণ করে দিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি এখনো অপরাজেয় । কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে বহু পিছনে ফেলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস আবারও বিপুল বিজয় পেয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার এই রাজ্যে এসে সভা করেছেন, কিন্তু তবু ভোটের লড়াইয়ে পারেননি পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে বসে প্রচারাভিযান চালানো মমতা ব্যানার্জীর সাথে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতির এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জী? – কী তার সাফল্যের উৎস? বিস্তারিত ডালয়া নিলুফারের প্রতিবেদনে।