২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ফরম পূরণের এই কার্যক্রম শেষ হবে ১১ জুলাই। শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও আদায় করা যাবে না। এতে বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য আড়াই হাজার টাকা, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি’র অতিরিক্ত আর কোন টাকা নেয়া যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














