১৬৭ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি সিলেটে আজো অবতরণ করেছে একটি ফ্লাইট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
১৬৭ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী অন্তর্জাতিক বিমানবন্দরে আজো অবতরণ করে একটি ফ্লাইটি। এসময় সিলেটের ১৪৪ যাত্রীকে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সোমবার নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে বিজি টু-জিরো-টু ফ্লাইটটি ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে বিমানবন্দরের হেল্থ ডেস্কে—লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্য আনুষ্ঠানিকতায় যান সব যাত্রীরা। তারা জানান, নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বিমানে উঠতে দেয়া হয়নি। এ ছাড়া লন্ডন থেকে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। সব যাত্রীর কাছে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে অন্যান্য আনুষ্ঠিকতা শেষে তাদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়া হয়। পরে ২৩ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছে ফ্লাইটটি।