হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে লড়াই করছে তালেবান যোদ্ধারা
- আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৬৬০ বার পড়া হয়েছে
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে লড়াই করছে তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলার পরেও শহরটির নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চালাচ্ছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, তালেবানরা বলছে, তারা এরই মধ্যে একটি টিভি স্টেশন দখল করে নিয়েছে। আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারও মানুষ। স্থানীয় এক হাসপাতালের চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, চারদিকে শুধু যুদ্ধ চলছে। এদিকে, তালেবানদের মোকাবিলায় শত শত আফগান যোদ্ধা মোতায়েন করা হয়েছে।
হেলমান্দ প্রদেশ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানের একটি কেন্দ্র। তালেবানের কাছে এর পতন হলে তা আফগান সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

























