হেরে যাওয়ার ভয়ে নির্বচনে আসতে চায় না বিএনপি : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এতো শংকা। স্বচ্ছ নির্বাচনে তাদের আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এসে টানা তিন বছর পর সরাসরি সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সফরে গেল পাঁচ দিনের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত থাকায়… ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এতো শঙ্কা।
দেশে সহজ বিনিয়োগে প্রবাসীদের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্যদের অভিনন্দন জানান শেখ হাসিনা।
পরে, নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।