হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি ও মৃত্যুর হার কম : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর হার কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিকেলে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ টিকা না নেয়ায় ঝুঁকি বাড়ছে বলেও জানান তিনি। তবে, করোনার নতুন ধরণ ওমিক্রনকে অবহেলা করলে মৃতের সংখ্যা বাড়বে বলেও শঙ্কা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আরো বলেন, শুধু সরকারি নয় করোনা চিকিৎসায় বেসবরকারি হাসপাতালকেও উপযোগী করে তোলা হবে। চিকিৎসা সেবা নিশ্চিতে সব হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।