করোনা চিকিৎসায় ২০টি মেডিকেল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করলো স্বাস্থ্য অধিদপ্তর
- আপডেট সময় : ০৭:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
করোনার চিকিৎসায় সরকারি-বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, সিটি স্ক্যানসহ ২০টি মেডিক্যাল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে তারা। নতুন মূল্য তালিকা হাসপাতালগুলোতে ৭ দিনের মধ্যে টাঙানোরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
করোনা মহামারিতে বিশ্ব যখন লণ্ডভণ্ড তখন দেশীয় স্বাস্থ্যখাতের দুর্বলতা ও অবস্থাপনা নিয়ে দেশজুড়ে উঠে সমালোচনার ঝড়। অভিযোগ উঠে বেসরকারির পাশাপাশি সরকারি হাপাতালগুলোতে রোগীদের কাছে থেকে ইচ্ছেমত অর্থ আদায়ের।
এমন বাস্তবতায় সরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনে দায়ের করা রিটের শুনানিতে উঠে আসে করোনা চিকিৎসার অব্যবস্থাপনার প্রসঙ্গ। শুনানি শেষে রোগীদের জন্য সাশ্রয়ী মূল্য তালিকা তৈরীর নির্দেশ দেয় আদালত।
রোববার অধিদফতরের মহাপরিচালকের সই করা নতুন এ মূল্য তালিকা হাইকোর্টে জমা দেয় রাষ্ট্রপক্ষ। এসময় দেখা যায় করোনা আক্রান্তের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেনের মূল্য যেমন কমানো হয়েছে তেমনি করোনা চিকিৎসায় অতি প্রয়োজনীয় ২০টি টেস্টের মূল্য কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন এই মূল্য তালিকা ৭ দিনের মধ্যে হাসপাতালগুলোতে টাঙিয়ে দেয়ার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দেয় আদালত।
আইনজীবীরা আরো জানান, জনস্বার্থে দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ জানুয়ারি।






















