হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ভারত ফেরা যুবকসহ দুই জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সদর হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ভারত ফেরা যুবকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবক সাকিব উদ্দীন গত ১১ মে করোনা পজিটিভ অবস্থায় বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশের পর চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে আবুল হোসেন নামে এক বৃদ্ধ জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ১৫মে ভর্তি হন একই হাসপাতালে। নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা পজিটিভ হন। পরে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকেন আবুল হোসেন। আজ শুক্রবার ভোররাতে তার মৃত্যু ঘটে। ভারত ফেরত যুবক সাকিব ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। তার শরীরে করোনার ভারতীয় ধরন রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।