হাজীদের বাড়ী ভাড়ার কাজ ১৩ শাবানের পূর্বেই সমাপ্ত করতে হবে : সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
২০২৬ এ অনুষ্ঠিতব্য পবিত্র হজ্বে হাজীদের বাড়ী ভাড়ার কাজ আগামী ১৩ শাবান এর পূর্বে সম্পাদনের নির্দেশনা দিয়েছে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়া। এ ছাড়া ১৫ রজবের পূর্বে ক্যাম্প সার্ভিসের সাথে চুক্তি সম্পাদন করে ১ শাওয়ালের মধ্যে হজ্বের ভিসার জন্য প্রেরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। পঞ্চম হজ্ব কনফারেন্স ও মেলায় বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, ইসলামী স্কলার ও মুফতি এবং উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ কথা গুলো বলেন সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রী।
মন্ত্রী বলেন, হজ্ব সম্পদনের জন্য হজ্ব চলাকালীন সময় মক্কায় প্রবেশ ও বিভিন্ন পবিত্র স্থান সমূহ পরিদর্শনের সময় অবশ্যই নুসুক কার্ড ব্যবহার করতে হবে। অন্যথায় হাজীদের যে কোন ধরনের আইনী ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ১৪৪৭ হিজরী তথা ২০২৬ ইংরেজী সনের পবিত্র হজ্বে হাজীদের নির্বিঘ্নে হ্জ্বব্রত সম্পাদনে গৃহীত পদক্ষেপ ও হজ্বের সর্বশেষ প্রস্তুতি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান কালে মন্ত্রী এ কথা গুলো বলেন।
চন্দ্র মাসের হিসাবে আগামী ২৬ মে ২০২৬ ইং তারিখে পবিত্র হজ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
























