হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিক এবং মাদারীপুরে কৃষকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে মংলু মুন্ডা নামে এক চা শ্রমিকের এবং মাদারীপুরে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে চুনারুঘাট থানা পুলিশ মংলু মুণ্ডার লাশ উদ্ধার করে। নিহত মংলু মুন্ডা চুনারুঘাট উপজেলার নালুয়া দরগাবিল এলাকার ডুরগু মুন্ডার ছেলে। সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। ওদিকে, পাওনা টাকা চাইতে গিয়ে মৃত্যু হলো কৃষক কালাম হাওলাদারের। মাদারীপুর সদর উপজেলার ঘটকচরের টুকু মোল্লার বাড়ি থেকে বেলা ১২টার দিকে এই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।