হতদরিদ্র ৪০ শতাংশ মানুষ টিসিবির ফ্যামিলি কার্ড পায়নি : টিআইবি

- আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
হতদরিদ্র ৪০ শতাংশ মানুষ টিসিবির ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছে টিআইবি। আর, অনিময়-দুর্নীতির কারণে ৮০ ভাগ লোক বঞ্চিত হয়েছেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। সংস্থাটির প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান বলেন, দলীয় ও প্রশাসনিক প্রভাব মুক্ত না করলে প্রান্তিক পর্যায়ের হতদ্ররিদ্ররা এর সুফল পাবেন না।
দেশের হতদরিদ্র ও নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে কম দামে টিসিবি পণ্য বিক্রি করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম হাতে নেয় সরকার। এ নিয়ে অনলাইনে ‘সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-টিআইবি।
জরিপের ফলাফল দেখিয়ে কার্ড বিতরনে নানা অনিয়ম তুলে ধরে সংস্থাটি। এতে প্রান্তিক পর্যায়ের দরিদ্ররা ভাতা ও অনুদান থেকে বঞ্চিত হচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফ্যামিলি কার্ড বিতরনে সুশাসনের অভাবকেই দায়ী করেন।
রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব মুক্ত না করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে না বলেও মনে করেন তিনি।
সঠিক তদারকির অভাবে ভালো উদ্যোগও সমালোচনার মুখে পড়ে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।