সড়ক দুর্ঘটনায় শেরপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও ঝিনইদহে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় শেরপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও ঝিনইদহে ৪ জন নিহত হয়েছে।
শেরপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক নামে এক ডাব বিক্রেতা নিহত হয়েছে। সকালে শেরপুর থেকে ঢাকাগামী পরিবহণ তারাকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় সে ।
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছে। পুলিশ জানায়, মোইরসাইকেল যোগে দিনাজপুর যাওয়ার পথে চম্পাতলীতে ট্রাকের ধাক্কায় নিহত হয় সে ।
ঢাকা-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের রাজনগর উপজেলার আশ্রাকাপন এলাকায় ট্রাক চাপায় শাকিল আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুর দেড়টার দিকে দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়।
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ওসমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তবর্তী মহেশপুরের হাসাদহ এলাকায় একটি বাস তাকে চাপা দেয়।



























