সড়ক দুর্ঘটনায় শরীয়তপুর সাতক্ষীরা সিরাজগঞ্জে ও ঝিনাইদহে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় শরীয়তপুর, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে ঝিনাইদহে ৬ জন নিহত হয়েছে।
শরীয়তপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অভিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ ভাটা শ্রমিক নিহত হয়েছে। রাতে পিকআপে বাড়ি ফেরার পথে তালা থানার শুভাষিণী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যান চাপায় আক্তার মোল্লা নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গেলরাতে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কের ফরিদপাঙ্গাসী এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় এ দূর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসরাইল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে ইসরাইল হোসেন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।


























