সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চারজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নওগাঁ, পাবনা ও চুয়াডাঙ্গায় চারজন নিহত হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুরে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই পিকআপ চালক শামীম আহমেদ ও মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম নিহত হয়।
পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। এসময় আহত হন দুইজন। বগুড়া থেকে গাছের চারা কিনে পাবনায় ফেরার পথে মুলগ্রাম কায়েম খোলা মোড়ে ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কুদ্দুস নামের এক পথচারী নিহত হয়েছে। বিকেলে শহরের সিঅ্যান্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে।