স্বাস্থ্য বিধি না মানার কারণেই বাড়ছে সংক্রমণ : প্রধান বিচারপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্য বিধি না মানার কারণেই দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এমন পর্যবেক্ষণ দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আদালতের বিচারিক কার্যক্রম শুরুর আগে সকালে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিচারপতিগণ। সাপ্তাহিক ছুটিসহ প্রায় দুই সপ্তাহ অবকাশ শেষে আজ সুপ্রিমকোর্ট খুলেছে। ভার্চ্যুয়াল কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আরও বলেন, ন্যায় বিচারের প্রত্যাশায় কোর্টে তো অসংখ্য মানুষ আসবে, তাই আইনজীবীদের বেশি সতর্ক থাকতে হবে এবং শারীরিক উপস্থিতির কোর্টে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।