স্থায়ী ঠিকানা নেই তাই উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার শঙ্কায় আসপিয়া
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বরিশালে স্থায়ী ঠিকানা নেই তাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার শঙ্কায় আসপিয়া ইসলাম কাজল নামে এক তরুণী। পুলিশের চাকরি বিধিমালা অনুযায়ী তার স্থায়ী ঠিকানা না থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। তবে বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন, যেহেতু আসপিয়া সাতটি স্তর পাস করেছে, তাই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন তারা।
সম্প্রতি নিয়োগের ৭টি স্তর অতিক্রম করলেও আসপিয়া জানতে পারেন, তাদের কোনো জমি না থাকায় চাকরিটা হচ্ছে না।
এদিকে ভূমিহীন হওয়ার কারণে চাকরি না পাওয়া আসপিয়াকে জমি দান করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের চাল ব্যবসায়ী, মেজবাহ উদ্দিন। গণমাধ্যমকে তিনি তার এ অভিপ্রায় জানান। মেজবাহ উদ্দিন জানান, আসপিয়ার চাকরিতে ন্যূনতম যতটুকু জমির প্রয়োজন তা তিনি দিবেন। অথবা আসপিয়ার এলাকায় তা ক্রয় করে দেয়া হবে।

 
																			 
																		






















