সৌদি আরবের সঙ্গে কাতারের ফ্লাইট চলাচল সোমবার থেকে শুরু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৬০৬ বার পড়া হয়েছে
 
সৌদি আরবের সঙ্গে কাতারের ফ্লাইট চলাচল সোমবার থেকে চালু হচ্ছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তির পর ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
এর আগে রোববার সৌদি এয়ারলাইন্স- সৌদিয়া জানায়, ২০১৭ সালের পর প্রথম সোমবার থেকে কাতারের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে। সৌদি আরবের আল-উলা শহরের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সঙ্গে কাতারের চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরেই দুই দেশের মধ্যে বিমান চলাচলের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।
																			
																		















