সুনামগঞ্জে শহরজুড়ে তীব্র খাদ্য ও খাবার পানির সংকট চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঘরবাড়ি, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সবকিছু বন্যার কবলে চলে গেছে।
সুনামগঞ্জের পুরো শহর পানিতে থই থই করছে। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। যে যার মতো ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, সরকারি অফিস থেকে শুরু করে কোনো হোটেল-মোটেলও ফাঁকা নেই। শহরজুড়ে তীব্র খাদ্য ও খাবার পানির সংকট চলছে। অলি-গলিতে হাঁটু পানি থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোনো কোনো এলাকায় গলা পর্যন্ত উঠে গেছে পানি। বিদ্যুৎ সংযোগ না থাকায় ফোনেও কেউ কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না। রাস্তাঘাটে ফার্মেসিসহ কোনো দোকানপাট খোলা থাকছে না। এবারের বন্যা ১৯৮৮ ও ২০০৪ এর রেকর্ডও ভেঙে ফেলেছে বলে মনে করা হচ্ছে। এত পানি জেলার মানুষ আগে আর কখনও দেখেনি বলে জানায়।