সিলেট নগরীতে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে দুর্বৃত্তদের হাতে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি খুন হয়েছে। পাবনায় একব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত মনিরু ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকার বাসিন্দা।
পাবনার সাঁথিয়ায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তার চাচাতো ভাই জুয়েল রানা আহত হয়েছে। নিহত মতিন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।