সিলেট থেকে ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৫:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আধ্যাত্মিক নগরী সিলেট থেকে ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর এটি তার ঢাকার বাইরে প্রথম সফর। তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা।তাদের প্রত্যাশা, তিন লাখেও বেশি মানুষের সমাগম ঘটবে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ১৭ বছর পর দেশে ফিরে গণমানুষের মুখোমুখি হওয়ার প্রথম বড় মুহূর্ত। ইতিহাসের ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যাত্রা।
আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই আবেগঘন সফর। নগরীর আলীয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান । এখানেই সিলেটের সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। আয়োজকদের আশা, তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেবে।
ভক্সপপ : আব্দুল কাইয়ুম জালী পংকী,স্থানীয় নেতা, এমদাদ হোসেন চোধুরী,সাধারন সম্পাদক সিলেট মহানগর বিএনপি।
এই সফরের অংশ হিসেবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে দলীয় চেয়ারম্যানের প্রথম সফর হওয়ায় সব আলো এখন সিলেটেই। আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা হবে ঐতিহাসিক।
১৯৭৮ সালে এ মাঠেই বক্তব্য রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়া সিলেট বিভাগের ঘোষনা দিয়েছিলেন এখানে ।বাবা-মায়ের পদাঙ্ক অনুসরন করছেন তারেক রহমানও ।
সট:খন্দকার আব্দুল মোক্তাদির,প্রার্থী সিলেট ১ আসন ও চেয়ার পার্সনের উপদেষ্টা।
এদিকে তারেক রমানের সিলেট আগমনকে ঘিরে নেয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
অন্যদিকে সময় যত ঘনিয়ে আসছে তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে নেতা-কর্মীদের উচ্ছ্বাসও বাড়ছে।


















