সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান আর নেই
- আপডেট সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। গতরাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
বদরউদ্দিন কামরানের এপিএস বদরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনাজয়ী একজনের ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেয়া হয়। স্বজনরা জানান, হাসপাতালে প্লাজমা থেরাপি দেয়ার পর পরই বদরউদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রোববার মধ্যরাতে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। এর আগে, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























