সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকে কারাগারে পাঠিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজকে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুপুরে ছাত্রদল নেতা বিস্ফোরক মামলায় আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির তার জামিন নাকচ করে কারাগারে পাঠানো আদেশ দেয়। ২০১৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালত থেকে ছাত্রদল নেতা সেরাজের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। আজ এই মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠান।