সিরাজগঞ্জ ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ বাসযাত্রী। সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুঁইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশীনিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আব্দুর রহমান খান নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।