সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।
২৪ ঘন্টায় যমুনার পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৬৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় আবারও বন্যার আশংকা করছেন যমুনাসহ জেলার নদীতীরবর্তী অঞ্চলের মানুষ। চলতি বছর কয়েক দফা পানি বৃদ্ধি এবং মাঝারি বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও পানি বৃদ্ধিতে শংকিত হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা।