সিরাজগঞ্জে চাঁদার দাবিতে মারধর ও বসতবাড়িতে তালা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদার দাবিতে মারধর ও বসতবাড়িতে তালা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভূক্তভোগী ব্যবসায়ী পৌর শহরের বাসিন্দা মীর আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, ঝিকিরা সান্দার পাড়ার বাসিন্দা রফিক ও হাকিম বাহিনীর লোকজন চাঁদার দাবিতে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল সকালে রফিক ও হাকিম একদল সন্ত্রাসী দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। এ সময় বাঁধা দিলে তার ছেলেকে মারধর করা হয়। নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাতক্ষীরায় এক স্ত্রী রেখে নিজ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রীকে ফুশলিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলামের বিরুদ্ধে। তাকে চাকরি থেকে স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।























