সিরাজগঞ্জে অজ্ঞাত বৃদ্ধ ও এক অটোচালকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে অজ্ঞাত বৃদ্ধ ও এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, সাতক্ষীরায় গাছের সঙ্গে ফাঁস লাগানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের কামারখন্দে ধানক্ষেতে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে, জেলার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার আশাশুনিতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো সালাম সরদার নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।