সিরাজগঞ্জের সলঙ্গায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শ্রীবাস চন্দ্রদাস জীবনকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। গেলো ১৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে পলাশকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সেখানে সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ৩ জনকে আটক করে সলঙ্গা থানা পুলিশ।
























