সিরাজগঞ্জের কান্দাপাড়ায় ট্রেনে কাটা পড়ে মনজিলা নামে এক নারীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কান্দাপাড়ায় ট্রেনে কাটা পড়ে মনজিলা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৬টার দিকে সরকারপাড়া রেলগেট এলাকায় সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনজিলা বেগম মারা যান। পারিবারিক কলহের কারনে মনজিলা বেগম ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্বহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। সকালে স্থানীয়রা মহাসড়কের ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।