সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই সাক্ষ্যগ্রহণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ৭ম সাক্ষী প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সাড়ে ৯টায় পুলিশের কড়া পাহাড়ায় ১৫ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ২৩ থেকে ২৫শে আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং দ্বিতীয় সাক্ষী সিনহার সঙ্গী সাহেদুল সিফাত। পরে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আরো চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পর্যাক্রমে আরো ৭৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে।


















