সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
সকালে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।


























