সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সারাদেশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ স্লোগানে আলোচনা সভার মধ্যে দিয়ে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।
সকালে বরিশাল সার্কিটহাউজে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
একই স্লোগান নিয়ে ঝিনাইদহেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এসময় বক্তারা, ভোক্তা অধিকার নিশ্চিতে সকলকে সচেতন থাকার আহবান জানান। পাশাপাশি কোথাও অধিকার লঙ্ঘিত হলে তা প্রতিকারে অধিদপ্তরে অভিযোগ দেয়ার আহবান জানানো হয়।
ফেনীর ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ক্যাবের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও- ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও দিবসটি পালিত হয়েছে।

















