সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৭ জন
- আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৭ জন। এই নিয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ১৭৪ জনে। গেল ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত আরও ২ হাজার ২১১ জন।মোট শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট রোগী সুস্থ হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। করোনা ভাইরাস শনাক্তে ৯১টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৯৭৭টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৭৪১টি নমুনার। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, ১৫ জন নারী। গত একদিনে নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।






















