সারাদেশে একদিনে করোনায় আরো ২০৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ঘটলো ১৭ হাজার ৬৬৯ জনের। আর একদিনে নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একদিনে ২৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। ফলে মোট সুস্থ হলেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন। গত ১১ জুলাই দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ঘটে। সেদিন মারা যান ২৩০ জন। আর গত ৭ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২শ’ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।