সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে আওয়ামী লীগই জড়িত : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট সফরের শুরুতে এ মন্তব্য করেন তিনি। এদিকে, ঢাকার এক জনসভায় যোগ দিয়ে খন্দকার মোশাররফ হোসেন- আওয়ামী সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন।
রোববার সকালে সিলেট স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য শাহজালালের মাজার জিয়ারত করে মোনাজাত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্পীতি বিনষ্টে আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়িত।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরো বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও উল্লেখ্য করেন তিনি।
পরে সুনামগঞ্জে সাবেক এমপি ফজলুল হক আছপিয়ার শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এদিকে, সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, সামনে নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত করছে আওয়ামীলীগ।
সরকারের পতন ছাড়া কোনো দাবি পূরণ করা সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।