সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০১:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট সফরের শুরুতে এ মন্তব্য করেন তিনি। এদিকে, ঢাকার এক জনসভায় যোগ দিয়ে খন্দকার মোশাররফ হোসেন সরকারকে সরাতে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
সিলেট ও সুনামগঞ্জে দিনব্যাপী সফরের শুরুতে মির্জা ফখরুল আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে আওয়ামীলীগের নেতাকর্মীরা।এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরো বলেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও উল্লেখ্য করেন তিনি।এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে দ্রব্যমূল্যের উদ্বগতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচন দাবি করেন বিএনপির এই নেতা।