সামরিক সরকারকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের ৩শ’ আইনপ্রণেতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
অভুত্থ্যানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকারকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের ৩শ’ আইনপ্রণেতা। এক বিবৃতিতে সামরিক সরকারকে মেনে নিতে অস্বীকার করেছেন তারা।
গণতন্ত্র ফিরিয়ে আনতে আইন প্রণেতারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইন্টারনেট সংযোগ অচল থাকায় আইনপ্রণেতাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পহেলা ফেব্রুয়ারী মিয়ানমারের নির্বাচিত সরকার অং সান সু চিকে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী। একই সঙ্গে সু চি, তার ঘনিষ্ঠজনসহ অনেক আইনপ্রণেতাকেও গ্রেফতার কর হয়। জরুরি অবস্থা জারি করে আগামী এক বছর ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছে জান্তা সরকার।