সাভার পৌর এলাকার একটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সাভার পৌর এলাকার একটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ওই মার্কেটের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। তবে রাতে সুপার মার্কেটটি বন্ধ থাকায় এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, রাতে সাভারের সিরামিকস বাজার সংলগ্ন খান সুপার মার্কেটে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারায় আগুন ছড়াতে পারেনি। শর্ট সার্কিট থেকে আগুনের সূতপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যর। অগ্নিকান্ডের এ ঘটনায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেয়েছে পুরো মার্কেটি।

















