সাভারে অনিবন্ধিত ৩ ক্লিনিক সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
সাভারে অনিবন্ধিত ৩ ক্লিনিক সিলগালা করে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নিবন্ধন না থাকায় সাভার যমুনা ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল, কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামের তিনটি ক্লিনিক সীলগালা করে দেয়া হয়। এছাড়া, সাভার স্পেশালাইজড হাসপাতাল ও ভার্ক মা ও শিশু হাসপাতালকে কাগজপত্র ঠিকঠাক করতে ৭ দিনের সময় বেধে দেয়া হয়।
নেত্রকোণার পৌর সদরের দুইটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন হালনাগাদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যন্ত্রপাতি ও কাগজপত্রে ত্রুটি থাকায় ৮টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন।
সাতক্ষীরায় অভিযানের প্রথম দিনেই ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

















